শনিবার, ২২ জুন, ২০১৩

বাড়ি যাবো, বাড়ি

খোন্দকার আশরাফ হোসেন-এর কবিতাবাড়ি যাবো, বাড়ি


---------------------------------------------------------খোন্দকার আশরাফ হোসেন জন্ম : ১৩২৫/২৫ খ্রিস্টাব্দ, মৃত্যু : ১৩৮৯/১৩৯০ খ্রিস্টাব্দ---------------------------------------------------------













বাড়ি যাবো, বাড়ি যাবো, বাড়ি...
পথ ছাড়ো অন্ধকার, পথ ছাড়ো দূরত্বের দূরগামী পথ
বাড়ি যাবো, বাড়ি...


বৈশাখের বটবৃক্ষ তালুতে কপোল রেখে বলে, হায়,
এ-ছেলেকে কিছুতেই ফিরতে দেয়া চলবে না; নগরীর পথ
দালানের পরভৃত কোকিলের পঞ্চস্বর ডেকে বলে, শোন
তোর কোন বাড়ি নেই,
অন্তরঙ্গ উচ্চারণে যাকে বলে হোম
সুইট হোম সে আজ ভেসে গেছে বিস্মৃতির যমুনার জলে।
তোমার আসার জন্যে কেউ নেই হাট করে ঘরের দরোজা,
পলাতক সময়ের ঝুঁটিবাঁধা কাকাতুয়া
দাঁড় ছেড়ে পালিয়েছে সেই কবে; ঘাটলার কাঠগুলো
কবে কোন চোর
নিয়ে গেছে অন্তঃপুরে চুলার হৃদয় জুড়ে শান্তি দেবে বলে।

তবু বাড়ি যাবো, বাড়ি যাবো, বাড়ি...
পথ ছাড়ো সুসময়, প্রতিশ্রুত সুখনিদ্রা, নিমগ্ন বালিশ
পথ ছাড়ো জীবনযাপন ব্যথা, পথ করে দাও।
আজ যাবো
ঝিনাই নদীর জল হাঁটুতে কাপড় তুলে পার হবো
মধ্যরাতে ডাক দেবো
মা মাগো এসেছি আমি! সেই কবে গভীর নিশীথে
তোমার নিমাইপুত্র ঘর ছেড়েছিল, আজ কাশী বৃন্দাবন
তুলাধুনা করে ফের তোর দীর্ণ চৌকাঠে এসেছি।

আমার কিছুই হলো না মা, লোকে বলে আমি ভীষণ নারাজ
জীবনের তপ্ত গালে চুমু খেতে,
আমি ভীতু জীবনের দ্রুতগাড়ি বৃদ্ধাঙ্গুলি তুলে কেন থামাতে পারি না,
হিচহাইকিঙ করে কত লোক চলে গেলো দূরতম গন্তব্যে, তবুও
আমি একা এখানে দাঁড়িয়ে আছি
বাসভাড়া হয়েছে লোপাট অন্য কারো কলাবতী আঙ্গুলের হাতে_
তবু আমি বাড়ি যাবো, বাড়ি যাবো, বাড়ি
এ বিশাল পৃথিবীতে এ মুহূর্তে অন্য কোন গন্তব্য তো নেই।

পথ ছাড়ো অন্ধকার, পথ ছাড়ো দূরত্বের দূরগামী পথ
বাড়ি যাবো, বাড়ি...

1 টি মন্তব্য:

  1. বিয়োগপবের বাতিঘর খন্দকার আশরাফ হোসেন
    we are deeply mourn ......
    little mag open text(ওপেন টেক্সট) .

    উত্তরমুছুন