শুক্রবার, ৯ এপ্রিল, ২০১০

মোশতাক আহমদ

মোশতাক আহমদ

ন হন্যতে


সাদা নার্সের পোশাকের ভেতরে খেলে যায়

অচিকিৎস্য ক্ষয়রোগির

অকস্মাৎ লিবিডোর চোখ


ঘন্টা-ধরা ওষুধ সুঁই ফোঁড়ানো

স্যালাইন সাকশন অক্সিজেন

ডাক্তারের গম্ভীর রাউন্ড শেষে

আরেকটি সহজ মৃত্যু


তবুও অকস্মাৎ লিবিডোর চোখ

সাদা পোশাকের রমণীর

ন হন্যতে হন্যমান শরীরে



এবার পাহাড়ে


সমুদ্র ক্লিশে মনে হয়, ব্যবহৃত ব্যবহৃত;

এ যাত্রা পাহাড়ে চলো

এই মন্ত্র বেজে উঠলো যানজটের মধ্যপ্রদেশে

বিকেল সাড়ে পাঁচটায়।


কিছু পরে খোলা হাওয়ায়

মন্ত্রের মুখোশ ফুঁড়ে বেরিয়ে এলো

দূরতমা ঝরনার গান।


সড়কদ্বীপের চকচকে ফোয়ারার উপহাস

রং করা বুটজুতো-পরা বৃক্ষের সারি

অযান্ত্রিক-প্রায় সরীসৃপ-যানজট

ঊর্ধশ্বাস-হাজিরার ক্ষমাহীন পরিসরগুলো

উপেক্ষায় ঝাপসা;


পাহাড় ডাকছে এবার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন