শুক্রবার, ৯ এপ্রিল, ২০১০

সরোয়ার সবুজ

সরোয়ার সবুজ


আমিও পাথর হবো আমিও শ্রাবণ


আমিও পাথর হবো, আমিও শ্রাবণ। জ্বলে জ্বলে খাক হবো, জমে জমে হিম

শ্রাবণের বারিধারা অজস্র অলীক। স্বপ্নের বৃত্তভেদীÑ নৃত্যময়ী গান

রমনার বটমূলে, স্মৃতির চূড়ায়Ñ অপরাজেয়্


যেদিন প্রথম ভোরে ডেকেছিল দূত: হিমাদ্রি আঁধারে, সেদিনও স্বচ্ছ ছিল

এমনই শালীন। বৃন্দাবনে রাধা ছিল Ñ কৃষ্ণ মথুরায়

শ্যামার অত্যঞ্চল সঘন বয়ানÑ মহিমার চঞ্চুভেদী তড়িৎ কম্পনে ...


হিমাদ্রি, হায়, হিমাদ্রি! তন্দ্রা অতল, বৃক্ষের বাকল আচ্ছাদিত

কৃষ্ণ গহ্বর। আভার আবীরে লিপ্ত দশমী বিকাল

শান্তনু সেদিনও আকুল, থই থই বুকÑ শিলাখণ্ডে পৃষ্ঠলেহিÑ

সলিল সঙ্গমে। গোড়ালি তবুও সজীব, শুষ্ক বশংবদ।

সুরলোক সুরাবর্তে উঠেছিল কেঁপে...


আমিও হিমাদ্রি সেদিন, অচিন আঁধারে। তাণ্ডবেÑ

হোল হোলি আচানক ভোর। সুগম বায়ুধার ধূসর মলিন,

গীর্জার ঘণ্টাধ্বনি কাঁপেনি ব্যাকুল নিভন্ত শিকার কি কঠিন সাঁতার

শত্র“র পদভারে প্রকম্পিত ভোর । রতœাগারে রতœ নেইÑ পড়ে আছে স্থবির

লুণ্ঠিত, ছিন্নভিন্ন; সৃষ্টির অপূর্ব কৌশল ...


অতঃপর বুলেটবিদ্ধ বুক-সংজ্ঞাহারা আমি। সহসাÑ

সচেতন হই শ্রবণেÑ যখন বুকের উপরে হিম শীতল লৌহদণ্ডের

স্পর্শে বলেছিলÑ‘তুম্ কোন হ্যায় ?...’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন