শুক্রবার, ৯ এপ্রিল, ২০১০

শাহনাজ পারভীন

শাহনাজ পারভীন


সামীপ্য

হেমন্তের ম্লান নক্ষত্রের মত শীঘ্রই ঝরে পড়বে সবাই।

কত মানুষের কত গুঞ্জন

কর্মব্যস্ততার কত আলোড়ন

সন্ধ্যার অন্ধকারের মত স্তিমিত হয়ে যাবে সব!

ওয়ার্ডসওয়ার্থ, মিল্টন,

ব্রিকলেনের মনিকা আলী, ম্যাক্রিম’রÑ‘মা’

থাকলেও কি, না থাকলেও বাÑনির্ভেজাল দিনের পৃথিবীÑ

সোনায় মোড়ানো রাত, সামারার বৈভবÑ ঝিরিঝিরি ঝরনার গান

ছলাৎ ছলাৎ তান বাজেÑ শোন, মন পাতোÑখুলে দাও কান!

তবু আকাক্সক্ষায় থাকি, আশা বাধি রোজ

শুধু জীবিত নয়, যেন জীবন্ত থাকতে পারি

তোমার সামীপ্য সুধাÑ লাভ করতে পারি আজীবন...


ইন্টেরিয়র

বিলবোর্ডের হোর্ডিংয়ের নিয়ন সাইনে কখনো যায় না দেখা

অন্তরের আলোয় ঝলমলানো সুদৃশ্য চোখ কান নাকসহ Ñ

লালিত স্বপ্নগুলো ডানামেলে পেখম তোলে ;

শৈশবের কবিতা সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠান

অতীতের পদাবলি ভবিষ্যৎ-এর নৈঃশব্দ

বর্তমানের ঝঞ্ঝা রাষ্ট্রদ্রোহিতার বিক্ষোভ

সন্ত্রাস ছাড়িয়ে কাব্য ভাবনা কাব্যহিংসা আবছা হয় ;

মাথা ছেড়ে ওঠে গার্মেন্টস্ ভবনের দাউ দাউ লেলিহান আগুন।

অলিতেগলিতে অল্পবিস্তর বৃষ্টিতে হাঁটু পানি কোমরপানি।

মহানগরে বসেই স্বাদ পায় নানাবাড়িরÑদাদাবাড়ির

গাঁয়েরÑগ্রামেরÑবর্ষারÑবন্যারÑনৌকার ছলাৎ ছলাৎ শব্দের

কষ্টেরÑদুর্ভোগেরÑআনন্দেরÑঅনাদি বাংলার।

ও ভরা বর্ষার খালবিল ছইতোলা নাওয়ে বসা নাইওরির মুখ

হিজলÑতমালÑতরু গাঙচিল ভরা পুঁটি থইথই পানি পানি ভেলা ঠেলা সুখ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন